মোল্লাতন্ত্র এখনো বড় বিপদ: মেনন

পঞ্চগড় প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫
অ- অ+

জামায়াতে ইসলামী অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেলেও দেশে এখনো ‘মোল্লাতন্ত্র’ রয়ে গেছে বলে মনে করেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার মতে, ‘মোল্লাতন্ত্র’ এখনো বাংলাদেশের জন্য বড় বিপদ।

শনিবার দুপুরে পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মেনন। এর আগে তিনি পঞ্চগড়ের আহমদনগরে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

আহমদিয়া ওরফে কাদিয়ানি সম্প্রদায়ের ডাকা ইজতেমাকে কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সেই দিনের ঘটনা উল্লেখ করে মেনন বলেন, ‘মোল্লাতন্ত্র বাংলাদেশের সামনে এখনো বড় বিপদ হিসেবে অবস্থান করছে। তারা সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ সৃষ্টি করছে। এখনো তারা নানাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

‘বাংলাদেশ কেবল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ নয়, বাংলাদেশের সংবিধান সব মানুষের, সব ধর্মের মানুষের চিন্তার স্বাধীনতা দিয়েছে। জামায়াত ইসলামীর নেতারা মানবাধিকার লঙ্ঘনের জন্য ফাঁসিতে ঝুঁলেছেন। তাদের দল এখন নিষ্ক্রিয়। তবে মোল্লাতন্ত্র এখনো রয়ে গেছে।’

এ সময় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলীসহ ওয়ার্কাস পার্টি এবং বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা