কুমিল্লায় হত্যা মামলা: খালেদার চার্জগঠন পিছিয়ে ৩১ মার্চ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন পিছিয়ে আগামী ৩১ মার্চ পুনর্নির্ধারণ করেছেন আদালত।
আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আলী আকবরের আদালত নতুন এ দিন ধার্য করেন। কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, গত ৪ ফেব্রুয়ারি খালেদার জিয়ার জামিন নামঞ্জুর করে ২৫ ফেব্রুয়ারি চার্জগঠনের দিন ধার্য করেছিলেন আদালত।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধের সময় জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জশিট দাখিল করেন।৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান ও অন্য পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

দুই যুগ পর আরিচা-কাজির হাট ফেরি সার্ভিস চালু

ট্রলিচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

পিকআপচাপায় কিশোর নিহত

মুশতাকের মৃত্যু: গাজীপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি

ট্রাকচাপায় প্রাণ গেল দুই বাইক আরোহীর

গাজীপুরে অটোচালককে গলাকেটে হত্যা

ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় কনস্টেবল গ্রেপ্তার

মুন্সীগঞ্জে গাড়িচাপায় নারীর মৃত্যু

গভীর রাতে বিয়েবাড়িতে গান: এএসপির হস্তক্ষেপে এলাকাবাসীর স্বস্তি
