আহ্বায়ক দুদু, সদস্য সচিব তুহিন

২০ বছর পর নতুন কমিটি পেল কৃষক দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫

২০ বছর পর নতুন আহ্বায়ক কমিটি পেল জাতীয়তাবাদী কৃষক দল।বুধবার বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়েছে। বর্তমান কমিটি বিলুপ্ত করে সদ্য সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সদস্য সচিব করা হয়েছে।

১২ জন যুগ্ম আহ্বায়কসহ ১৩৯ জন নিয়ে সর্বমোট ১৫৩ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

১৯৯৮ সালের ১৬ মের পর থেকে এখন পর্যন্ত কোনো কাউন্সিল হয়নি কৃষক দলের।

১৯৮০ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী কৃষক দল। সেই সময় বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপর বিএনপির সাবেক মহাসচিব (পরে বহিষ্কৃত) আবদুল মান্নান ভূঁইয়াকে সভাপতি করে ১৯৯২ সালে কৃষক দলের কমিটি গঠন করা হয়। তখন সাধারণ সম্পাদক করা হয় শামসুজ্জামান দুদুকে। তিনি এখনও স্বপদে বহাল আছেন।

১৫৩ বিশিষ্ট আহবায়ক কমিটিতে যারা রয়েছেন-আহ্বায়ক শামসুজ্জামান দুদু,যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম পিন্টু,তকদির হোসেন মো. জসিম, মো. তোফাজ্জল হোসেন,এম এ তাহের,সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এ কে এম মোয়াজ্জেম হোসেন,মো. নাজিমুদ্দিন,আফতাব উদ্দিন আহমেদ মন্ডল,জামাল উদ্দিন খান মিলন,আরিফুল হক চৌধুরী,আনোয়ারুন্নবী মজুমদার বাবলা,শামীমুর রহমান শামীম।

সদস্য সচিব হাসান জাফির তুহিন,সদস্য গৌতম চক্রবর্তী,আবুল কালাম আজাদ সিদ্দিকী,সাইফুল ইসলাম শিশির,সৈয়দ সাবেরুল হক সাবু,মেহেদী আহমেদ পলাশ, ইলিয়াস আহমেদ পাল,এম এ হালিম,জিয়াউল হায়দার পলাশ, টি এস আইয়ুব,নাসির হায়দার,শহিদুল ইসলাম ভূঁইয়া,ফেরদৌস পাটোয়ারী,অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, আবু তাহের,ওবায়েদ উল্লাহ পিন্টু,এস কে সাদী,গোলাম মোস্তফা,শরিফুল ইসলাম মোল্লা,মিজানুর রহমান লিটু,মো. আফসার উদ্দিন,আনোয়ারুল ইসলাম বাদশা, সিরাজুল ইসলাম,রুস্তম আলী চাষী,ফখরুল আলম ,ফজলুর রহমান,এম এ মুছাব্বির, তৌহিদ আহমেদ,মুজাহিদুল ইসলাম ইদ্রীস,সালাউদ্দিন খান মিলকী,এনায়েত উল্লাহ খোকন,লুৎফর রহমান,শহিদুল কাউনাইন টিলু,শফিউল আলম শফি,শেখ মো. মহসিন,এন এস শাহজাহান খান পাঠান,মো. আবুজাফর সিদ্দীক,সেলিম হোসেন, মো. আলীম হোসেন,মো. আমিনুর রহমান দিপক,জুলফিকার আলী ভুট্টো,সফিকুল ইসলাম সফি,মো.মাইনুল ইসলাম,নাছির উদ্দীন হাজারী,শাহীন ইকবাল সাবু,মো. আক্তার হোসেন সেন্টু,মো. আলমগীর চৌধুরী,বায়েজিদ বোস্তামী,মো. জহির আলী, মো. মাহমুদুল আলম ,মো. আবদুল কুদ্দুস,মো. কামরুজ্জামান সেলিম,মো. বেলাল হোসেন,সলিমুল্লাহ বাহার হিরন (নোয়াখালী,রবিউল হাসান পলাশ (নোয়াখালী, সুলতান ফেরদৌস নম্র (ঠাকুরগাঁও),মো. আনোয়ারুল হক (ঠাকুরগাঁও),মো.জাফরুল্লাহ (ঠাকুরগাঁও),মো. মাহবুবুর রহমান সানা (ঠাকুরগাঁও), কাজী খয়রাত হোসেন (রংপুর),আকরাম হোসেন মন্ডল (বগুড়া),রফিকুল ইসলাম রফিক (বগুড়া),আজিজুর রহমান বাচ্চু (রাজশাহী),খন্দকার মোসাদ্দেক হোসেন মান্নাফ (পাবনা),বাবু শ্যামল হোড় (টাঙ্গাইল),মাহমুদুল হক সানু (টাঙ্গাইল),ইঞ্জি. আব্দুস সালাম (জামালপুর),আবুল বাশার আকন্দ (ময়মনসিংহ উত্তর),আজিজুল হক খান (ময়মনসিংহ দক্ষিণ),এস এম গোলাম কবির (কুষ্টিয়া),হাসান সালেহ (যশোর), ইসহাক কাদের চৌধুরী (চট্টগ্রাম),মো. শাহজাহান সিকদার (পটুয়াখালী), মোহাম্মদ গাদ্দাফি (সিলেট),বিশ্বজিৎ তঞ্চঙ্গা (বান্দরবান),মো. ইসলাম হোসেন (বান্দরবান),এম এ রশিদ (ঢাকা),আ ত ম মিসবাহ (সুনামগঞ্জ),আবু সাইদ মো. খালিদ (সুনামগঞ্জ),মো. মাহবুবুর রহমান আউয়াল (হবিগঞ্জ),মো. আলতাফ হোসেন তালুকদার (বরিশাল),মো. ইলিয়াস হোসেন (বরিশাল),মো. সাবির হাসান বাচ্চু (পাবনা),মকবুল হোসেন (যশোর), রফিকুল ইসলাম রফিক (কুড়িগ্রাম),মো. আব্দুল মান্নান সবুজ (কুড়িগ্রাম),আ স ম আব্দুর রউফ (চুয়াডাঙ্গা),এম এ করিম মন্ডল (পঞ্চগড়),আমিনুল ইসলাম আঙ্গুর (শেরপুর),মো. নূরুল হুদা খান বাবু (খুলনা), মো. তৌফিকুর রহমান তপু (খুলনা),আমীর হোসেন চাষী (লক্ষ্মীপুর),এম এ খালেক (বরগুনা),মাহমুদুল হাসান নিজামী (রাঙ্গামাটি),নজরুল ইসলাম বাচ্চু (মুন্সিগঞ্জ), রওশন আলী প্রামাণিক (নাটোর),আব্দুল হান্নান (খাগড়াছড়ি),নজরুল ইসলাম মন্ডল (গাজীপুর),মো. মাসুদ রানা (গাজীপুর),মো. ইলিয়াস হোসেন (গাইবান্ধা), সালাহউদ্দীন খান (পাবনা),মিয়া মো. আনোয়ার,কে এম রকিবুল ইসলাম রিপন, মিজানুর রহমান মিজান, মো. নাছির উদ্দীন ভূঁইয়া,তোফাজ্জল হোসেন,গাজী আলাউদ্দীন,মো. মোজাম্মেল হক,মো. নাছির উদ্দীন আহমেদ বাচ্চু (পিরোজপুর),বিলকিস রিতা,মীর মমিনুর রহমান সুজন,জহির ফারুক (নেত্রকোনা), শাহ নেওয়াজ রহমান লাবু (রংপুর),তারিকুল ইসলাম (কক্সবাজার),হলিমা খান লুচি,আবুল মোবারক (ফেণী),আব্দুল মালেক (বগুড়া),রমজান আলী (চুয়াডাঙ্গা),মো. শেরশাহ (রাজশাহী),মো. আব্দুল হান্নান (ঢাকা),মো. গিয়াস উদ্দীন (ফরিদপুর), খলিলুর রহমান ভিপি ইব্রাহিম,আতিকুল ইসলাম (চট্টগ্রাম), ওয়াদুদ হাসান পিন্টু (রাজশাহী),সাইফুল ইসলাম (রাজশাহী),শিব্বির আহমেদ (ঢাকা),আশজাদুল আরিশ ডল (রামপুরা),হারুন শিকদার (মুগদা),মো. আব্দুর রাজী (বংশাল),মো. ওমর নাসির (দারুস সালাম),জহিরুল হক জহির (যাত্রাবাড়ী), মো. জাহাঙ্গীর আলম (শাহবাগ),মো. জাহিদ হোসেন নেছার,রিয়াজ উদ্দীন আহমেদ, মো. শফিকুল ইসলাম (যশোর),শরিফুল ইসলাম (সিরাজগঞ্জ),মো. ওলি উল্লাহ (বাগেরহাট),মো. জামাল হোসেন (যাত্রাবাড়ী),হাজী সাখাওয়াত হোসেন নান্নু,কে এ এম জাহিদুল ইসলাম।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :