সাংবাদিকতা ছেড়ে ডাকসুর জিএস প্রার্থী আসিফুর

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১

সাংবাদিকতা পেশা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এ আর এম আসিফুর রহমান ৷

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নিজের স্বতন্ত্র প্রার্থিতার কথা জানান তিনি ৷

এ আর এম আসিফুর রহমান দৈনিক ‘প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুবারের নির্বাচিত সভাপতি। ডাকসু নির্বাচনের জন্য চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসিফুর রহমান ২৮ বছর পর হতে যাওয়া ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিকট অতীতের জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা আমাদের শঙ্কিত করে তুলেছে। শুধু নিকট অতীতই নয়, ডাকসু নির্বাচনের বন্ধ্যাত্বকালীন গত তিন দশকের নির্বাচনগুলোর বেশির ভাগই ছিল প্রশ্নবিদ্ধ। জনমনে আতঙ্ক, আসছে ১১ মার্চ ডাকসুতেও এ রকম একটি নির্বাচন হতে যাচ্ছে। আমরা জাতীয় নির্বাচনের মতো নির্বাচন ডাকসুতে চাই না’।

তিনি কর্তৃপক্ষকে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আশা প্রকাশ করেন, ‘যদি প্রশাসন ১১ মার্চ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে তবে আমি আসিফুর রহমান জিএস পদে জয় নিয়ে ফিরব।’

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডাকসুর জিএস প্রার্থী বলেন, ‘আমি প্রথম আলোতে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু এখন আমার ওই পত্রিকার সাথে কোনো সম্পৃক্ততা নেই। গত ২৫ ফেব্রুয়ারি আমি চাকরি থেকে অব্যাহতি নিয়েছি।’

আওয়ামী লীগের ছাত্রলীগ, বিএনপির ছাত্রদলসহ আটটি সাংগঠনিক প্যানেলে ডাকসু ও হল সংসদে অংশ নিচ্ছে প্রার্থীরা। এ ছাড়া আসিফসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৩ মার্চ প্রাথমিক ও ৫ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ডাকসু ও হল সংসদে ভোট নেওয়া হবে ১১ মার্চ।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীকে রড দিয়ে পেটালেন দুই সহকর্মী

গবেষণায় জালিয়াতি ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’: থমকে আছে ঢাবি অধ্যাপকের বিচার

কালচারাল র‍্যাগিংয়ের শাস্তি চান রাজনীতির পক্ষে শিক্ষার্থীরা

এবার কুবির আরেক হাউজ টিউটরের পদত্যাগ

ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন

স্থগিত পরীক্ষার বিষয়ে সিআরদের সঙ্গে বসবেন বুয়েট ভিসি

ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকাসহ ৫ বিভাগের ২৭ জেলায় মঙ্গলবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :