২৩৪ রানে ‍গুটিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৯ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৫

তামিম ইকবালের সেঞ্চুরির পরও হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। মাত্র ৫৯.২ ওভার ব্যাটিং করতে পেরেছে সফরকারী দল। ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার নেইল ওয়াগনার।

টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো ছিল। তামিম-সাদমানের ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। ব্যক্তিগত ২৪ রানে সাদমান ইসলাম ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলে ভাঙে এ জুটি।

মধ্যাহ্ন বিরতির একটু আগে নেইল ওয়াগনারের বলে আউট হয়ে ফিরে যান মুমিনুল হক (১২)। ফেরার আগে দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন মুমিনুল।

বিরতির পর ১৪৭ থেকে ১৪৯- এই ২ রানের ব্যবধানে মোহাম্মদ মিঠুন (৮) ও সৌম্য সরকারকে (১) হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে খেলে যেতে থাকেন তামিম। তুলে নেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও ক্যাররিয়ারর নবম টেস্ট সেঞ্চুরি। কিন্তু ব্যক্তিগত ১২৬ রানে আউট হয়ে যান তিনি। ১২৮ বলের ইনিংসটিতে ছিল ২১টি চার ও একটি ছক্কার মার।

তামিম ফেরার পর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস। ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৩৪ রানে থামে সফরকারী দল। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন লিটন দাস। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান তারই!

নিউজিল্যান্ডের পক্ষে ওয়াগনার ৫টি ও টিম সাউদি নেন ৩টি উইকেট। ট্রে্ন্ট বোল্ট আর কলিন ডি গ্র্যান্ডহোম নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৯.২ ওভারে ২৩৪/১০ (তামিম ১২৬, সাদমান ২৪, ‍মুমিনুল ১২, মিঠুন ৮, সৌম্য ১, মাহমুদউল্লাহ ২২, লিটন ২৯, মেহেদী মিরাজ ১০, আবু জায়েদ ২, খালেদ আহমেদ ০, এবাদত ০*; সাউদি ৩/৭৬, ওয়াগনার ৫/৪৭)

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :