ঢাকা উত্তরে ভোটের নামে নাটক হয়েছে: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০১৯, ২০:৫৪ | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ১৬:২৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বৃহস্পতিবার যে উপনির্বাচন হয়েছে সেটাকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জনগণ এই ভোট প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খন্দকার মোশাররফ।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘সিটি নির্বাচনে কোনো ভোটার উপস্থিতি ছিল না, তার পরও লাখ লাখ ভোট পড়েছে। এ থেকে বোঝা যায় উত্তর সিটি নির্বাচনে একটা ভোট নাটক হলো মাত্র। সংসদ নির্বাচনের মতো সিটি নির্বাচনেও তারা গোপনে ভোটবাক্স ভর্তি করেছে।’

এক প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এটা পরিষ্কার, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। এই মেয়র উপনির্বাচনে জাতীয় পার্টির যিনি প্রার্থী ছিলেন, তিনি বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে তিনি গেছেন, সেখানে কোনো ভোটার দেখেননি। ৫ শতাংশ ভোটও পড়েনি। অর্থাৎ জনগণ একাদশ ভোটে এই সরকার ও প্রশাসনের যে চেহারা দেখেছে, তাতে জনগণের ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যেখানে জনগণ ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে; সেখানে বাংলাদেশ সরকার আজকে ভোটার দিবস পালন করছে। এটা অত্যন্ত হাস্যকর। ভোটাররা যেখানে ভোট দিতে পারে না, সেখানে আজকের স্লোগান হচ্ছে ভোটার হন, ভোট দিন! সরকারই আজকে ভোটাদের ভোটাধিকার হরণ করে ভোটার দিবস পালন করে হাস্যকর বিষয়ে পরিণত করেছে।’

এ সময় বিএনপির অন্যতম নীতিনির্ধারক এই নেতা জানান, তারা এবারের সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন; আন্দোলনের মাধ্যমে সরকারকে পুনরায় নির্বাচন দিতে বাধ্য করবেন বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :