সংস্কারের দাবিতে গৌরীপুর-মতলব সড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০১৯, ১৭:৫৪
অ- অ+

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-পেন্নাই-মতলব-বাবুরহাট সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, সড়ক ও জনপথ বিভাগের অফিস ঘেরাও করেছে মালিক, চালক ও পরিবহন সংগঠনগুলো।

রবিবার সকাল থেকে তারা দিনব্যাপী দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এত গৌরীপুর-মতলব সড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

যাত্রীরা জানান, ‘পেন্নাই বাস স্ট্যান্ড থেকে মতলব ১৭ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে বড় বড় অনেক গর্ত রয়েছে। সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিপাতে গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। এতে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।’

পরিবহন নেতা কামাল সরকার, মিজানুর রহমান, সেলিম মিয়া বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের কাছে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তারা আমাদের কোন পাত্তা দিচ্ছেন না। এখন নিরুপায় হয়ে এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের গৌরীপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কে সংস্কার কাজ শুরু হবে। এছাড়াও গৌরীপুর পেন্নাই বাস স্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার পর্যন্ত সড়কটি মেরামতের কাজ দ্রুত শুরু হবে।’

(ঢাকাটাইমস/৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা