ময়মনসিংহে ডায়রিয়ার প্রকোপ, তিনজনের মৃত্যু

আজহারুল হক, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ১১:৫২
ফাইল ছবি

ময়মনসিংহের ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৫ দিনে হাসপাতালে ভিড় বাড়ছে ডায়রিয়া রোগীর। এর মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, রবিবার ভোররাতে কাচিঝুলির শাহাবুদ্দিনের স্ত্রী মমতাজ, শনিবার হামিদ উদ্দিন রোডের মৃত আবুল হোসেনের ছেলে বাদশা মিয়া ও শুক্রবার মৃত বাদশা মিয়ার বোন সাহেব কোয়ার্টার এলাকার রওশনারা খাতুন মারা যান। তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিহতদের পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।

হাসপাতালে ও স্থানীয়রা জানান, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত নগরীর কাঁচিঝুলী রোড, কলেজ রোড, পুলিশ লাইন, জেলখানা রোড, কাশর রোড, গোলাপজান রোড, খাগডহর, বাদেকল্পা, গোহাইলকান্দি, তিনকোনা পুকুরপাড়, স্টেডিয়াম রোড, ইটাখোলা রোড, কাঠগোলা, কালিবাড়ি ও পালপাড়া এলাকার ডায়রিয়া আক্রান্ত হয়ে সাত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যাই বেশি।

ডায়রিয়ায় মারা যাওয়া বাদশা মিয়ার ছেলে মকবুল হোসেন জানান, তার বাবা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর এস কে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে একদিন চিকিৎসার দেয়ার পর কিছুটা উন্নতি হলে বাসায় আনা হয়। হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবারও নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে বলেন কিডনি নষ্ট হয়ে গেছে। দ্রুত অবস্থার অবনতি হয়ে শনিবার ভোরে তিনি মারা যান।

একই রোগে আগের দিন শুক্রবার তার ফুফু মারা গেছেন।

স্থানীয়রা বলেছেন, সিটি করপোরেশন সরবরাহকৃত পানি দুষিত হয়ে ডায়ারিয়া হতে পারে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দূষিত পানি পান করে ডায়রিয়া আক্রান্ত হয়ে থাকলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে পুনরায় দুষিত পানি পান করলে কিডনির ক্ষতি হতে পারে।

এদিকে ডায়রিয়ায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে সিভিল সার্জন ডা. একে এম আবদুর রব সোমবার সকালে ও বিকালে ডায়রিয়া আক্রান্ত এলাকা পরির্দশন করেন। এ সময় তিনি ডায়রিয়া আক্রান্ত এলাকার লোকজনকে রান্নার কাজে সিটি করপোরেশনের সরবরাহকৃত পানি ব্যবহার না করে টিউবওয়েলের পানি ব্যবহারের পরামর্শ দেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/ওআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :