দৃক গ্যালারিতে তিন সংগ্রাহকের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০১৯, ১৪:৪৬
অ- অ+

রাজধানীর দৃক গ্যালারিতে ডাকটিকিট ( পোস্টাল স্ট্যাম্প), মুদ্রা (কারেন্সি) ও দিয়াশলাইয়ের (ম্যাচবক্স) সংগ্রহ নিয়ে পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

২১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করবেন নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী দেবলীনা সুর ও অভিনয় শিল্পী, মডেল মৌটুসী বিশ্বাস।

প্রদর্শনীতে রবিউল ইসলামের সংগ্রহে থাকা বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক নোট ও মুদ্রা, গোলাম আবেদের সংগ্রহে থাকা নানা দেশের ডাকটিকিট এবং সাকিল হকে সংগ্রহে থাকা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দিয়াশলাই থেকে শুরু করে হরেকরকম দিয়াশলাই দর্শনার্থীরা দেখতে পাবেন।

এছাড়া বিশিষ্ট চিত্রশিল্পী মর্তুজা বশীরের শিল্পকর্ম দিয়ে সাকিল হকের ডিজাইন করা নতুন দিয়াশলাই যা বাংলাদেশে এই প্রথম উম্মেচন হতে যাচ্ছে।

গত বছরের মার্চ মাসে এই তিন সংগ্রাহক, কালেক্টরস এক্সিবিশন নামে তাদের প্রথম প্রদর্শনীটি করেন।

প্রদর্শনীটি আশাতিতভাবে সাফল্য লাভ করায় এ বছর তাঁরা কালেক্টরস এক্সিবিশন-২ নামে এ প্রদর্শনীটি আয়োজন করেছেন। প্রদর্শনীটির ইভেন্ট এবং পিআর পার্টনার এক্সট্রা পিআর এবং সার্বিক সহযোগীতায় ব্ল্যাক এন ওরেঞ্জ ও ঢাকা কমিউনিকেশন্স।

প্রদর্শনীটি চলবে ২১-২৫ মার্চ দপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঢাকাটাইমস/১৫মার্চ/এসএস/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা