ব্যবসায়ী হত্যায় ১৫ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১৩:৪৬| আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৫৯
অ- অ+
প্রতীকী ছবি

ঢাকার দোহারের কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এতে ১৫ জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা প্রদীপ কমার রায় ঘোষণা করেন।

মৃতদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজ ওরফে সেরু কারিগর, মিনহাজ ওরফে মিনু, খলিল কারিগর, শাহজাহান কারিগর, দিদার (পলাতক), এরশাদ (পলাতক), কালু ওরফে কুটি কারিগর, আজাহার কারিগর, মিয়াজ উদ্দিন, মোজাম্মেল ওরফে সুজা, আব্দুল জলিল কারিগর, জালাল (পলাতক), বিল্লাল, ইব্রাহিম (পলাতক) ও আব্দুল লতিফ।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মজিদন ওরফে মাজেদা (পলাতক) ও চায়না বেগম (পলাতক)। নারী বিবেচনায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেযা হয়েছে বলে জানিয়েছে আদালত।

২০০৮ সালের ৩ এপ্রিল সকাল সোয়া ৭টার দিকে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা নজরুলকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। ওই ঘটনায় নিহতের মামা নাজিম উদ্দিন আহমেদ দোহার থানায় একটি মামলা করেন। মামলায় ২০১৮ সালের ২৬ জুলাই আদালতে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। মামলার বিচারকালে একজন আসামি মারা যায়। মামলাটির বিচারকালে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে ঢাকা জেলা পিপি খোন্দকার আব্দুল মান্নান এবং অতিরিক্ত পিপি কাজী সাহারানা ইয়াসমিন পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/আরজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা