এবার কাভার্ডভ্যান কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ

সিরাজগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০১৯, ১০:২৬| আপডেট : ২১ মার্চ ২০১৯, ১০:৫৯
অ- অ+
বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ঘটল আরেকটি দুর্ঘটনা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন হৃদয় নামে এক কলেজছাত্র। আহত হয়েছেন আরও দুই কলেজছাত্র।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে। স্থানীয় ধুকুরিয়া কারিগরি কলেজ থেকে এ বছর এইসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় প্রশাসন দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত সোমবার সকালে রাজধানীতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমদ চৌধুরী। এরপর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করলে গতকাল স্থবির হয়ে যায় রাজধানী ঢাকা। পরে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে আগামী ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা