‘মাদক-চাঁদাবাজির অভিযোগ পেলে বহিষ্কার`

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ২২:০৬| আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:১০
অ- অ+

যুবলীগের কোনো নেতার বিরুদ্ধে মাদকাসক্তি কিংবা চাঁদাবাজির অভিযোগ উঠলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ।

সোমবার বিকালে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এএইচএম ফোয়াদ বলেন, `ফরিদপুরের যুবলীগ সব সময় দল ও জাতীয় প্রয়োজনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আমরা চাই, এখন যারা নেতা হবেন, তারাও দলের প্রয়োজনে সর্বদা এগিয়ে আসবেন।‘ যুবলীগে কোনো সন্ত্রাসী স্থান পাবেন না উল্লেখ করে তিনি বলেন, গত ১০ বছরে ফরিদপুরের যুবলীগের কোনো নেতার বিরুদ্ধে সন্ত্রাসী বা মাদকের সঙ্গে সম্পৃক্ততার কোনো অভিযোগ আসেনি। আমরা চাই, আগামীতে যারা যুবলীগের নেতৃত্বে আসবেন, তারাও এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যা দলের জন্য বিব্রতকর ।‘

যুবলীগ নেতা বিল্লাহ হোসেনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. স্বপন পাল, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, মেহেদী হাসান মিন্টু, কোতোয়ালি থানা যুবলীগের অ্যাড. মিজানুর রহমান, শাহ মো. এমার হক, রাকিব হোসেন তিতু প্রমুখ ।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিবেদক/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: মহাপরিচালক
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা