সিরাজদিখানে ইছামতি তীরে মানুষের ঢল

সিরাজিদখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ২১:৩৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছামতি নদীর তীরে কালীপূজাকে কেন্দ্র করে মেলায় মানুষের ঢল নেমেছে। উপজেলার শেখর নগরে ৫২৪ বছর ধরে এ কালীপূজাকে উদ্দেশ্য করে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রতিবছরের মতো এবারও মূল পূজা মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবার ভোরে পাঠাবলীর মধ্যদিয়ে শেষ হয়। তবে এ উপলক্ষে মেলা চলে সাত দিন।

উপজেলার শেখরনগর ইউনিয়নে কয়েকটি গ্রাম নিয়ে এই মেলা বসেছে। শেখরনগর ঋষি সমিতির উদ্যোগে বাংলা ৯০১ সন হতে এ পূজা উদযাপন করা হচ্ছে।

মেলার নিরাপত্তায় সাদা পোশাকে দেড় শতাধিক পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও বিকালে মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বি চৌধুরী এলাকা পরির্দশন ও অয়োজকদের সাথে সাক্ষাৎ করেন। রাতে ওসি ফরিদ উদ্দিন, তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুরো এলাকা পর্যবেক্ষণ করেছেন।

এ সময় সাথে ছিলেন- শেখরনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :