মেরি অ্যান্ডারসনে অভিযান, মদ-বিয়ারসহ আটক ৬৮

নারায়ণগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ২০:৫৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ও বার ‘মেরি অ্যান্ডারসন’-এ অভিযান চালিয়ে বিয়ার ও মদসহ ৬৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ওই রেস্তোরাঁয় অভিযান চালায় পুলিশ।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ওই ৬৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

এ মামলায় নারায়ণগঞ্জের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমানের শ্যালক তানভীর মাহামুদ টিটুর বিরুদ্ধে মাদক বিক্রির সহযোগিতার অভিযোগ আনা হয় মামলার এজাহারে। তানভীর মাহামুদ টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের এলিট শ্রেণির ক্লাব খ্যাত নারায়ণগঞ্জ ক্লাব লিমিডেটের সভাপতি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানে ৬৮জনকে আটকের পাশাপাশি ৪২ বোতল বিদেশি মদ, ৭৫ বোতল দেশি কেরু ব্যান্ডের মদ, বিভিন্ন প্রকারের এক হাজার ৯২০ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ৪৮ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়। এসব বিক্রির বৈধ কোনো কাগজ মেরি অ্যান্ডারসন বারের কর্র্তৃপক্ষ দেখাতে পারেনি বলে জানায় পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্র নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ২৪(গ)/২৫ ধারায় মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মামলায় এজাহারে পুলিশ দাবি করেছে- মামলায় ২৬ নং আসামি থেকে ৬৮ নং আসামিরা মাদকদ্রব্য সেবনের কোনো প্রকার লাইসেন্স দেখাতে পারেননি। পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার ১নং আসামি থেকে ১৫ নং আসামি জানিয়েছেন তানভীর আহমেদ টিটুর সহযোগিতায় বারের মালিক সঞ্চয় রায় নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে জাহাজে রেখে ব্যবসা করে আসছিলেন। যা উঠতি বয়সের যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করেছে।

ঢাকাটাইমস/০২এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :