‘ঐতিহ্য’ স্বর্ণপদক পেলেন ইবি ভিসি

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ২২:২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ঐতিহ্য স্বর্ণপদক ও সম্মাননা ২০১৯ লাভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গবেষণা কেন্দ্র বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করে।

শনিবার ক্যাম্পাসের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনে স্বর্ণপদক পরিয়ে দেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক বরুণকুমার চক্রবর্তী।

ফোকলোর সম্মেলনে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেও ঐতিহ্য স্বর্ণপদক ও সম্মাননা দেয়া হয়। তাকে শিক্ষা উদ্যোক্তা হিসেবে এই পদক ও সম্মাননা দেয়া হয়েছে জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘এ পদক ও সম্মাননা আমার জন্য অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে আমি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে আরো বড় অবদান রাখার তাগিদ অনুভব করছি। একই সাথে আমাকে সম্মানিত করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর গবেষণা কেন্দ্র প্রতিবছর শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদান রাখার জন্য দেশের গুণীদের এ পদক ও সম্মাননা প্রদান করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন প্রথম এ পদক ব্যবস্থা চালু করেন বলে আয়োজক কমিটি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :