বিএসএমএমইউয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:৪২

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার এ ব্লকের সামনের বটতলায় ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলা এ কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক শহীদুল্লাহ সিকদার। উপ-উপাচার্য (শিক্ষা) সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার বি এম আব্দুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক নাজমুল করিম মানিক এ সময় উপস্থিত ছিলেন।

শহীদুল্লাহ সিকদার বলেন, হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। হাসপাতাল যেন উল্টো রোগ ছড়ানোর জায়গা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে হাসপাতালের বর্জ্য অপসারণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ইনফেকটেড বর্জ্য স্বাস্থ্যসম্মত অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, আয়াসহ সবারই প্রয়োজনীয় জ্ঞান থাকা আবশ্যক।

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার বিকালে বিএসএমএমইউয়ের এ ব্লকের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সভাপতিত্ব করবেন বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য র‌্যালিতে উপাচার্য কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, নার্স, কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্টাফরা অংশ নেবেন।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/এএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

কিডনি নষ্ট হচ্ছে গোপনেই! যেসব লক্ষণ দেখলে মোটেই অবহেলা নয়

দেশে ‘লং কোভিড’ নিয়ে বড় পর্যায়ের গবেষণার তাগিদ

দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে জরিপ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ: প্রতিরোধে প্রয়োজন দুই বাহকের বিয়ে বর্জন

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :