পুলিৎজার পেল যেসব গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৯:১৪ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ০৯:০৪

বিশ্বব্যাপী সাহসী সাংবাদিকতার স্বীকৃতির চিত্র উঠে এসেছে এবারের পুলিৎজার পুরস্কার। সাহসী সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের হাতেই উঠেছে এ বছরের গণমাধ্যমের নোবেল খ্যাত এই পুরস্কার।

বার্তাকক্ষে হামলায় পাঁচ সহকর্মী নিহত হওয়ার পরও পত্রিকা প্রকাশ অব্যাহত রাখায় পুলিৎজার পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের স্থানীয় সংবাদপত্র ‘ক্যাপিটাল গেজেট’৷

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থ লেনদেন এবং অস্ত্রধারীদের হামলা নিয়ে সংবাদের জন্য এবার বিভিন্ন সংবাদপত্রের হাতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার উঠছে৷

পূর্ব ক্ষোভের জেরে গত জুন মাসে মেরিল্যান্ডের রাজধানী শহর আনাপোলিসে ক্যাপিটাল গেজেট পত্রিকা কার্যালয়ে হামলা চালায় বন্দুকধারী জ্যারড রামোস৷ ওই হামলায় পাঁচজন সহকর্মী নিহত হলেও পরের দিনও পত্রিকা প্রকাশিত হয়৷

‘সংবাদপত্র কার্যালয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় হামলার পরেও’ ওই সাহসী পদক্ষেপের জন্য ক্যাপিটাল গেজেটকে বিশেষ এই সম্মাননা দেওয়ার কথা জানিয়েছে পুলিৎজার কর্তৃপক্ষ৷ বিশেষ পুরস্কার হিসাবে তারা ১ লাখ ইউএস ডলার পেয়েছেন৷

পুরস্কার ঘোষিত হওয়ার পর সহকর্মীদের সঙ্গে নিয়ে ক্যাপিটাল গেজেটের সম্পাদক রিক হাটজেল বলেন, ‘স্পষ্টতই সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ কারণ, পাঁচ বন্ধুকে হারানোর কারণে কেউ পুরস্কার পেতে চাইবে না৷’

এদিকে ফ্লোরিডার পার্ক ল্যান্ডের মেজরটি স্টোনম্যান ডগলাস স্কুলে অস্ত্রধারীর হামলার আগে ও পরে কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে সংবাদের জন্য জনসেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘সাউথ ফ্লোরিডা সান সেন্টিনেল’ পত্রিকা৷ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওই হামলায় ১৭ জন নিহত হয়েছিলেন৷

পিটসবার্গের ‘ট্রি অফ লাইফ’ সিনাগগে হামলার ব্রেকিং নিউজ কাভারেজের জন্য ‘ব্রেকিং নিউজ’ ক্যাটাগরির পুরস্কার উঠেছে ‘দি পিটসবার্গ পোস্ট-গেজেট’ পত্রিকার হাতে৷ ওই হামলায় নিহত হয়েছিলেন ১১ জন৷

নিউইয়র্ক টাইমস পুরস্কার পেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের আর্থিক লেনদেন ও কর ফাঁকির উপর বিস্তারিত প্রতিবেদনের জন্য৷ আর দুই নারীকে ‘চুপ করানোর জন্য’ ট্রাম্পের অর্থ প্রদানের বিষয় প্রকাশ করার জন্য পুরস্কার পেয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল৷

মিয়ানমারের রাখাইনে বৌদ্ধ গ্রামবাসীর দ্বারা মুসলিম রোহিঙ্গা নিধনের খবরের জন্য ‘আন্তর্জাতিক সাংবাদিকতা পুরস্কার’ পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

রয়টার্সের পুরস্কার বিজয়ী ওইসব সংবাদ সংগ্রাহকদের দলে ছিলেন মিয়ানমারে বন্দি দুই সাংবাদিকও, গত বছর রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে যাদের সাত বছরের সাজা হয়েছে৷ পুরস্কার জয়ের পর দুই সহকর্মী ওয়া লন ও কিঁয় সোয়ে- এর মুক্তির দাবি জানিয়েছে রয়টার্স৷

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস স্বীকৃতি পেয়েছে ইয়েমেনের গৃহযুদ্ধের ভয়াবহতা নিয়ে সংবাদ প্রকাশের জন্য৷

পুলিৎজার যুক্তরাষ্ট্র সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার৷ সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে ১৯১৭ সালে এই পুরস্কার চালু হয়৷

ঢাকা টাইমস/১৭এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :