ইউটিউবে বিক্রি হচ্ছেন পুনম

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১১:০৭| আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১২:০০
অ- অ+

ভারতীয় ইউটিউব চ্যানেলগুলোতে কুরুটিপূর্ণভাবে দেখানো হচ্ছে সেখানকার অভিনেত্রী পুনম কাউরকে। যার কারণে ৩৬টি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে হায়দ্রাবাদ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়ে এসেছেন মধ্যম সারির এই অভিনেত্রী।

এর প্রেক্ষিতে হায়দ্রাবাদের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রঘুবীর জানিয়েছেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।’

পুনমের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাকে টার্গেট করেছে কিছু ব্যক্তি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার নামে ইউটিউবে আপত্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। ফলে পুনমের ব্যক্তিগত জীবনে নানা সমস্যা তৈরি হয়েছে। এমনকী তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটিও অনেকবার হ্যাক করা হয়েছে।

এই অভিনেত্রী দাবি করেছেন, এসব ঘটনা ঘটানোর পেছনে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, একবার তার সঙ্গে ফোনে অভিনেতা কাম রাজনীতিবিদ পবন কল্যাণের কথা হয়। সেই কথোপকথন রেকর্ড করে ইউটিউবে আপলোড দেয়া হয়েছিল।

হায়দ্রাবাদ থানার পুলিশকে পুনম জানিয়েছেন, অনেকদিন ধরে তার সঙ্গে এসব করা হচ্ছে। তিনি আর সহ্য করতে পারছেন না। এর পেছনে কিছু নির্দিষ্ট পক্ষের হাত রয়েছে। যাদের তিনি খুব ভালো করেই চেনেন।

ঢাকাটাইমস/২১এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা