লাকী আখন্দহীন দুই বছর

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১২:৪৫
অ- অ+

বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাখী আখন্দ। তিনি ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’-এর সদস্য ছিলেন। তার সংগীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না’ উল্লেখযোগ্য। তিনি জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতারের সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন।

প্রতিভাধর এই সংগীত তারকার বিদায়ের দিন আজ। ২০১৭ সালের ২১ এপ্রিল মারা যান লাকী আখন্দ। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন তিনি। এদিন নিজের আর্মানিটোলার বাসাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গোটা সংগীত জগত গভীর শোক জানিয়েছিলেন।

১৯৫৬ সালের ৭ জুন ঢাকার পাতলা খান লেনে জন্ম হয়েছিল লাকী আখন্দের। মাত্র পাঁচ বছর বয়সেই তিনি তার বাবার কাছে সংগীত বিষয়ে হাতেখড়ি নেন। এরপর ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশুশিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন। মাত্র ১৪ বছর বয়সে এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন লাকী।

১৯৭৫ সালে লাকী আখন্দ তার ছোট ভাই হ্যাপী আখন্দের একটি অ্যালবামের সঙ্গীতায়োজন করেন। অ্যালবামটিতে ‘আবার এলো যে সন্ধ্যা’ ও ‘কে বাঁশি বাজায় রে’ গানে কণ্ঠ দেন হ্যাপী। ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’ ও ‘পাহাড়ি ঝর্ণা’ গান দুটিতে কণ্ঠ দেন হ্যাপী ও লাকী দুজনে। লাকী নিজে ‘নীল নীল শাড়ি পরে’ ও ‘হঠাৎ করে বাংলাদেশ’ গান দুটি করেন।

১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ ছবির সংগীত পরিচালনা করেন লাকী। এই ছবিতে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি ব্যবহৃত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৮৪ সালে তিনি তার প্রথম একক অ্যালবাম ‘লাকী আখন্দ’ প্রকাশ করেন। সেটির উল্লেখযোগ্য গানগুলো হল ‘আগে যদি জানতাম’, ‘আমায় ডেকো না’, ‘মামুনিয়া’, ‘এই নীল মনিহার’, ও ‘হৃদয় আমার’।

লাকীর সঙ্গীতচর্চা বন্ধ হয় তার ছোট ভাই হ্যাপী আখন্দ ১৯৮৭ সালে মারা গেলে। প্রায় এক যুগ পরে ১৯৯৮ সালে ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবামের মাধ্যমে আবার গানের ভুবনে ফিরে আসেন। একই বছর সামিনা চৌধুরীকে নিয়ে তিনি ‘আনন্দ চোখ’ নামে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশ করেন। মৃত্যুর আগ পর্যন্ত লাকী আরও কয়েকটি অ্যালবামের সংগীত পরিচালনা করেন।

ঢাকাটাইমস/২১এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা