প্রতিশোধ না নেয়ার অনুরোধ কলম্বোর প্রধান যাজকের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৫:২৫| আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৬:৪১
অ- অ+
হামলার পর সেন্ট অ্যান্থনি চার্চের বাইরে যাজকেরা- বিবিসি

শ্রীলংকায় ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনারত খ্রিষ্টানদের ওপর সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনার প্রতিশোধ না নিতে অনুরোধ জানিয়েছেন কলম্বোর প্রধান যাজক আর্চবিশপ ম্যালকম রানজিথ। গুজবের ওপর ভিত্তি করে কোনো প্রতিশোধ মূলক কর্মকাণ্ড না করতে শ্রীলংকার জনগনের প্রতি এ অনুরোধ জানিয়েছেন। খবর বিবিসির।

রবিবার সকাল পৌনে নয়টার এই হামলায় এখন পর্যন্ত দেড় শতাধিক নিহত এবং অর্ধসহস্রাধিক আহত হয়েছেন। এ ঘটনার পর এক সাক্ষাৎকারে তিনি সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে এবং শান্তির পক্ষে কাজ করতে বলেছেন।

ম্যালকম রানজিথ বলেন, ‘আমাদের সবার জন্য এটা খুবই দু:খজনক এক পরিস্থিতি। ইস্টার সানডেতে এ ধরনের কোনো হামলা হতে পারে আমরা কল্পনাও করিনি।’

যে গির্জাগুলিকে লক্ষ্য করে হামরা হয়েছে তার মধ্যে দুটি– কচিকাডেতে সেন্ট এন্টনি গির্জা এবং নেগাম্বোতে সেন্ট সেবাস্টিয়ান গির্জায় বিস্ফোরণগুলো খুবই শক্তিশালী ছিল জানিয়ে তিনি বলেন, ‘তারা হামলা করার জন্য এমন এক দিন বেছে নিয়েছে যেদিন বহু মানুষ গির্জায় আসবেন উপসনা করার জন্য এবং গির্জাগুলো মানুষে ভর্তি থাকবে।’

ঢাকা টাইমস/২১এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা