টাঙ্গাইলে কারারক্ষীসহ চার মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৮:০৭
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় কারারক্ষীসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে একশ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন।

আটক কারারক্ষী রাজু আহমেদ কুষ্টিয়া জেলার পেয়ারাতলা গ্রামের বাসিন্দা। রাজু কারারক্ষী হিসেবে বাগেরহাট কারাগারে কর্মরত আছেন।

আটক অন্যরা হলেন- একই জেলার ভেড়ামাড়া এলাকার সাহাবুল ইসলাম, দৌলতপুর দারেরপাড়া পাকুরিয়া গ্রামের আনোয়ার পারভেজ, দারেরপাড়া গ্রামের ফরহাদ পারভেজ।

ওসি মোশারফ হোসেন বলেন, ‘রাতে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকারযোগে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছিল ওই চার ব্যক্তি। পরে প্রাইভেটকারটি বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছালে গোপন তথ্যেরভিত্তিতে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার একদল পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের মধ্যে রাজু নামে একজন কারারক্ষী রয়েছেন।’

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা