প্রতিমাসে শরিকদের সঙ্গে বসবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মে ২০১৯, ২২:০৬ | প্রকাশিত : ১৩ মে ২০১৯, ২১:১৯

শরিকদের মান অভিমান কমাতে এবং দূরত্ব ঘোচাতে জোটের নেতাদের সঙ্গে প্রতি মাসের ৮ তারিখ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান একথা জানিয়েছেন।

এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ২০ দলীয় জোট একক ও পৃথক পৃথক কর্মসূচি দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

সোমবার বিকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম।

বৈঠকের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, কৃষক ন্যায্যমূল্যে পাচ্ছে না। তাই কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যের দাবি এবং কৃষিপণ্যের দাম কমানোর দাবি করা হয়েছে বৈঠক থেকে।

এছাড়াও ‘মিড নাইট’ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে ২০ দলের বাইরের রাজনৈতিক দলগুলোকে একত্র করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি জোট ছাড়া বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর বিষয়ে প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আন্দালিব রহমান পার্থ আমাদের সাথে শুরু থেকেই ছিলেন। আশা করি মান অভিমান ভুলে আবার ২০ দলীয় জোটে ফিরে আসবেন।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ২০ দল ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন, তিনি ২০ দলে থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোস্তাফিজুর রহমান ইরান আজকেও বৈঠকে ছিলেন। তিনি ২০ দলীয় জোট ছাড়ার আল্টিমেটামের কথা অস্বীকার করেছেন।’

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে মতো বিরোধ চলছে কি না-এমন প্রশ্ন করা হলে ২০ দলের সমন্বয়ক বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পূর্বে ২০ দলীয় জোটের মতামত নেওয়া হয়েছে। তারা সবাই জাতীয় ঐক্যগঠনের পক্ষে বলেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন। তাই ঐক্যফ্রন্ট গঠনে কোনো বাধা নেই।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা যখন ২০ দল বা জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে নিউজ করেন তখন আমাদের সাথে কথা বলে করলে ভালো হয়। তাহলে সঠিক নিউজ করতে পারবেন এবং জনগণও বিভ্রান্ত হবে না। অন্যথায় ভুলভাল নিউজ প্রকাশ হতে পারে।’

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের আব্দুর রাকিব, পিপলস পার্টির সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিশিষ্ট রাজনীতিক ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের ৪১তম মৃত্যুবার্ষিকী ২৪ মে

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

স্বাধীনতার পর আ. লীগ দেশে বিভাজন সৃষ্টি করেছে: সালাম

১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও জনগণ এখনো পরাধীন: গয়েশ্বর

ভারতের কারণেই বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে: মান্না

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ  

মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার লাগালেন রিজভী

বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক 

ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক 

আ.লীগের যৌথসভা শুক্রবার

এই বিভাগের সব খবর

শিরোনাম :