কলেজছাত্রীকে অপহরণের পর ‘ধর্ষণ’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০১৯, ২২:১৫
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকায় অপহরণের পর হত্যার ভয় দেখিয়ে একাধিকবার কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ করে মামলার আসামি সোলাইমান। উদ্ধার অপহৃত ওই কলেজশিক্ষার্থী নারায়ণগঞ্জ আদালতে এরকম জবানবন্দি দেন।

বুধবার বিকালে জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

ধর্ষিতা কলেজশিক্ষার্থীর জবানবন্দির বরাত দিয়ে ওসি জানান, ‘ডাকাত সোলাইমান অনেক দিন ধরেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ফোনে বিভিন্ন সময় বিরক্ত করত। সন্ত্রাসী ও ডাকাত হওয়ায় প্রেমের প্রস্তাবে রাজি হয়নি। গত ৮ মে দুপুরে রুপায়ন কিন্ডার গার্টেন স্কুলের সামনে থেকে মাইক্রোবাস যোগে অপহরণ করে একটি বাড়িতে রাখে। ওই মাইক্রোবাসে আরো ৩ থেকে ৪ জন লোক ছিল। ওই বাড়িতে নিয়ে যাওয়ার পর কলেজ শিক্ষার্থীকে চার দিন ধরে আটকে রাখা হয়। সেখানে হত্যার ভয় দেখিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে ডাকাত সোলাইমান।’

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করা হয়। পরে অপহৃতা শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে গত ১২ মে রাতে ডাকাত সোলাইমানকে গ্রেপ্তার ও অপহৃতা কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।

ডাকাত সোলাইমানকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা