ঐক্যবদ্ধভাবে সুশাসন-ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে: দুলু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০১৯, ২৩:৩৩
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা চাই দেশে ভোটের অধিকার ফেরত আসুক, যে দলই ক্ষমতায় যাক গণতন্ত্র ফেরত আসুক। যেখানে পাশবর্তী দেশ ভারতে মারামারি হলেও ভোট অবাধ নিরপেক্ষ হচ্ছে। ঐক্যবদ্ধভাবে দেশের সুশাসন ও ভোটের অধিকার ফেরত আনতে হবে। এর জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক।

শুক্রবার সন্ধ্যায় সিংড়া পেট্রোবাংলা পয়েন্টে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম ইউসুফ আলী আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরো বলেন, গত নির্বাচনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ঢাকা থেকে গ্রেফতার করল, কারণ দুলু যেন নাটোর যেতে না পারে। নাটোরে গেলে কি হবে? তারা জোর করে, চুরি করে এই চারটি সিট কেড়ে নিয়েছে। তারা এই সিট কেড়ে নিতে পারত না। এই চারটি সিট বিএনপি জয়লাভ করত। মনোনয়নপত্র বাতিল করেছে। দুলু সাহেব প্রার্থী হলে জেলার সব কটি সিট ধানের শীষ পেত। বিএনপির এত নেতা থাকতে দুলুকে আটক কেন করা হলো সেটা আপনারাই বুঝেন।

সিংড়া থানা বিএনপির সভাপতি এ্যাড. মুজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এম ইউসুফ আলী, নাটোর জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ প্রমুখ।

ঢাকাটাইমস/১৭মে/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা