রোহিঙ্গা প্রত্যাবাসন শিগগির শুরুর আশা দেখছে চীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০১৯, ২০:২৮| আপডেট : ১৯ মে ২০১৯, ২৩:১৫
অ- অ+

সেনা অভিযানের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন খুব দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু। একইসঙ্গে প্রত্যাবাসন ইস্যুতে দেশটির সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।

রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসে এসব আশাবাদ ব্যক্ত করেন ঝ্যাং জু।

রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন আশাবাধী। চীন আশা করছে খুব শিখগিরই প্রত্যাবাসন শুরু হবে। এ সমস্যা সমাধানে চীনের সহায়তা অব্যাহত থাকবে।’

এ সময় রাষ্ট্রদূত শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করছে। উপকূলীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্লু-ইকোনমির বিষয় জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হবে।’

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্পে অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে। চীনের সহায়তায় দেশের ছয়টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ কাজ দ্রুত করতে রাষ্ট্রদূতের সহায়তা চাওয়া হয়েছে। কারণ বড় বড় কাজ দ্রুত শেষ করার বিষয়ে চীনের সুনাম রয়েছে।’ বৈঠকে তথ্যসচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা