ফিরেছেন কারিশমা কাপুর

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৩ মে ২০১৯, ১০:৫৮| আপডেট : ২৩ মে ২০১৯, ১১:৫৬
অ- অ+

সাত বছর পর কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের বড় বোন কারিশমা কাপুর। যদিও বড় পর্দার অভিনেত্রী হিসেবে নয়, বর্তমানে নায়িকা কাজ করছেন পরিচালক ও প্রযোজক একতা কাপুরের একটি ওয়েব সিরিজে। ‘মেন্টালহুড’ নামের ওই ওয়েব সিরিজে কারিশমাকে দেখা যাবে মীরা শর্মা নামে এক নারীর চরিত্রে। যিনি তার যাবতীয় আবেগ তার বন্ধুর সঙ্গে শেয়ার করেন।

দীর্ঘ সাত বছর অভিনয়ের বাইরে থাকা প্রসঙ্গে কারিশমা বলেন, ‘দুটি সন্তান ও সংসারকে সময় দিতে গিয়েই দিন চলে যেত। তাই এটা আমারই ইচ্ছে ছিল যে, আপাতত কোনো ছবির কাজ করব না। এখন ছেলে-মেয়েরা একটু বড় হয়ে গেছে। তাই কাজ করতে এখন আর কোনো সমস্যা নেই। তাছাড়া সন্তানরাও আমাকে কাজ করতে দেখে বেশ খুশিই হয়।’

নব্বইয়ের দশকে অভিনয় জগতে এসেছিলেন সে সময়কার সুপারহিট নায়িকা কারিশমা কাপুর। ওই সময় শাহরুখ খানের বিপরীতে নায়িকার ‘দিল তো পাগল হ্যায়’, গোবিন্দর বিপরীতে ‘হিরো নাম্বার ওয়ান’ ও ‘বিবি নাম্বার ওয়ান’ ছবিগুলো দারুণ হিট হয়েছিল। বলিউডে পাকাপাকি আসন গেড়েই বসেছিলেন কারিশমা। অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও ছিলেন সেরাদের একজন।

২০০০ সালে ‘ফিজা’ ও পরের বছর ‘জুবেদা’ করার পর অভিনয় থেকে একেবারেই নিজেকে গুটিয়ে নেন কারিশমা। ২০০৩ সালে বিয়ে করেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। তাদের সংসারে আসে দুই সন্তান শামাইরা ও কিয়ান। ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ নামে একটি থ্রিলার ছবিতে তাকে দেখা যায়। ২০১৬ সালে হয় সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ। তবে আপাতত সব ভুলে, সব ঝেড়ে ফেলে আবার কাজে ফিরেছেন নায়িকা।

ঢাকাটাইমস/২৩ মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা