ক্রিকেট বিশ্বকাপ নিয়ে থিম সং ‘ধুম ধুম’

বিনোদন প্রতিবেদক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০১৯, ১৭:১৫
ক্রিকেট মানেই তারুণ্য আর উন্মাদনা । আসন্ন বিশ্বকাপকে ঘিরে প্রস্তুত বাংলাদেশও।এদিকে এ বিশ্বকাপকে আরও চাঙ্গা করতে অবশেষে ওয়াও প্লেতে মুক্তি পাচ্ছে বিশ্বকাপের থিম সং ‘ধুম ধুম’। ‘ধুম ধুম’ শীর্ষক এ গানটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আর এ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে উৎসাহ তথা বাংলাদেশের ক্রিকেট তারুণ্য কে আরো উদ্দীপ্ত করে তোলা হবে।
অনেক প্রতীক্ষার পরে আজ সম্পন্ন হলো ‘ধুম ধুম’ গানের স্যুটিং, ধামরাইয়ের এক মনোরম পরিবেশে এ স্যুটিং সম্পন্ন হয়। বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মৌরি সেলিম, প্রখ্যাত YouTube Star প্রত্যয় হিরন এবং শিশু শিল্পী স্পৃহা ও প্রেয়সী ‘ধুম ধুম’ মিউজিক ভিডিওর প্রধান চরিত্রে অভিনয় করেন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার হিসেবে ছিলেন মাইকেল বাবু ও রতন।
আমরা ভাগ্যবান, আমাদের এই প্রচেষ্টায় আংশগ্রহণ করেছেন ভারতের কলকাতায় অনুষ্ঠিত ট্রাই নেশন টি -২০ হুইলচেয়ার ক্রিকেট সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ডিডিএফ হুইলিচেয়ার ক্রিকেট বাংলাদেশ চ্যাম্পিয়ন দল ।আমাদের সঙ্গে আরো অংশগ্রহণ করে সাভারের খ্যাতিমান কলেজ, ম্যাস্ট্রো ক্রাউন কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।
গানটি ৩ মিনিট ৩৯ সেকেন্ডের। বাংলাদেশের অন্যতম সফল সংগীত শিল্পী ‘আলভী এর সঙ্গে গানটি গেয়েছেন বাবলু কবির ও দেবশ্রী অন্তরা রয় চৌধুরী, গানটির গীতিকার আলিফ প্রভাত। গানটির ভিডিও নির্দেশনায় ঈশান হায়দার।
এদিকে এ গান মুক্তি পাওয়ার আগে আলভী ও ঈশান হায়দার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বৈচিত্র্যতাকে উদযাপন করাই মূলত আমাদের থিম সং’র মূল লক্ষ্য। এ গানটির মাধ্যমে আমরা পৃথিবীকে আমাদের তারুণ্য ও উদ্দীপনার বৈচিত্র্যকে তুলে ধরতে চাই।’
গত সোমবার ওয়াও প্লে’র স্বত্তাধিকারী এবং কামরুল গ্রুপ এর চেয়ারম্যান জনাব ড. কামরুল আহসানের বনানী অফিসে গানের সংগীত শিল্পী জনাব আলভী’র সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল গ্রুপের মার্কেটিং হেড জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম (বাদল), ওয়াও প্লে’র নির্বাহী প্রযোজক জনাব ঈশান হায়দার, আরো উপস্থিত ছিলেন কামরুল গ্রুপের প্রধান ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার জনাব মোঃ সৈকত সবুজ।
এ ব্যাপারে ওয়াও প্লে’র স্বত্তাধিকারী এবং কামরুল গ্রুপ এর চেয়ারম্যান জনাব ড. কামরুল আহসান বলেন, ‘খেলাধুলার মঞ্চে সঙ্গীতের যে প্রভাব ও গুরুত্ব তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে দর্শকদের জন্য একটা পরিচিত সুর প্রয়োজন। আমি নিশ্চিত এ থিম সংটা বিশ্বকাপে বাংলাদেশর প্রাণ হয়ে থাকবে।’
(ঢাকাটাইমস/২৬মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :