পুঠিয়ায় পরিবহন শ্রমিক নেতার লাশ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৯, ২১:৫৬
অ- অ+

রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার আশরাফের ইটভাটা থেকে নুরুল ইসলাম নামে এক পরিবহন শ্রমিক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে পুঠিয়া মাছের আড়তের সামনে সর্বশেষ তাকে দেখা যায়। পরে সেখান থেকে বাড়ির দিকে রওনা হলেও তিনি আর ফেরেননি। রাতে তার নিখোঁজের বিষয়টি জানিয়ে পুঠিয়া থানায় জিডি করতে যান তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে আশরাফের ইটভাটার মাঝে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে জানানো হয়।

এদিকে ঘটনার পর রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের পুঠিয়ার সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটলের ওপর হামলা করেন বিক্ষুব্ধ শ্রমিক ও স্বজনরা। আহত অবস্থায় তাকে পুঠিয়া হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানোর পরামর্শ দেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা