ফাইনাল খেলবে ইংল্যান্ড-ভারত!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০১৯, ২০:৪৬

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইর মতে, দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে খেলবে স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। আর ফাইনালে ইংলিশদের হারিয়ে ভারত শিরোপা জয়ের স্বাদ নেবে বলেও– ভবিষ্যবাণীও করেছেন তিনি।

জন্মসূত্রে ভারতীয় হলেও কর্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন সুন্দর। সম্প্রতি গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডে পুরস্কার পান তিনি। সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ক্রিকেট নিয়ে কথা বলেন সুন্দর।

তিনি বলেন, ‘চলছে ক্রিকেট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড ও ভারত। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বেশ শক্তিশালী ও গোছানো দল। তারা খুবই শক্ত প্রতিপক্ষ। কিন্তু সবদিক দিয়ে আমার মনে হচ্ছে, ফাইনালে ইংল্যান্ড-ভারতই খেলবে। আর সেখানে জিতবে ভারত।’

বিশ্বকাপ ছাড়াও নিজের পছন্দের খেলা বেসবল নিয়েও কথা বলেন ৪৬ বছর বয়সী সুন্দর। তিনি বলেন, ‘যখন প্রথমে আমি এখানে আসি, তখন বেসবল খেলার চেষ্টা করি। কিন্তু এই খেলাটি খুবই কঠিন ছিল। প্রথম ম্যাচেই আমি গর্বিত ছিলাম। কারণ আমি বলকে ব্যাটে লাগাতে পেরেছি। খুব সুন্দর একটা শট ছিল। আমি মানুষকে বলেছিলাম, দেখো আমি কি করেছি। কিন্তু মানুষরা আমার শটের কোনো প্রশংসাই করেনি। ক্রিকেটে আপনি যখন দৌঁড়ান, তখন আপনাকে সবসময় ব্যাট হাতে রাখতে হয়। বেসবলেও ব্যাট নিয়ে দৌঁড়াতে হয়েছে আমাকে। তখনই আমি বুঝে গেছি বেসবল আমার জন্য কঠিন।’

(ঢাকাটাইমস/১৪ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :