এটা তার জন্যও কষ্টকর: অর্থমন্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০১৯, ২২:০৯| আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:২২
অ- অ+
ফাইল ছবি

অসুস্থতার জন্য পুরোপুরিভাবে বাজেট প্রস্তাব করতে না পারা ও পাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে থাকতে না পারা অর্থমন্ত্রীর জন্য কষ্টকর হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সুস্থতার জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।

রীতি অনুযায়ী প্রতিবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী। এবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হওয়ায় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি এটা একটু ব্যতিক্রমী। প্রধানমন্ত্রী কখনও এটার উত্তর দেয় না। যেহেতু মাননীয় অর্থমন্ত্রী অসুস্থ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা তার (অর্থমন্ত্রীর) জন্যও অত্যন্ত কষ্টকর। কারণ প্রথম অর্থমন্ত্রী হিসেবে বাজেট দেবেন অনেক আকাঙ্খা ছিল, কিন্তু সেটা দিতে পারেননি। কাজেই আমি চাই তার জন্য সকলে দোয়া করেন। যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। ’

এ সময় পাশে থাকা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আর আমরা আনন্দিত আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের পাশে আছেন। কাজেই আর একটা শক্তি সাথে আছে। এই জন্য আগে থেকে ওনাকে কাছে রেখে দিয়েছি। ’

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটবক্তব্য অসুস্থতার জন্য পুরোপুরি পাঠ করতে পারেনি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে প্রস্তাবিত বাজেটের আংশিক উপস্থাপন করেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/ ১৪জুন/জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা