রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ২২:৪২
অ- অ+

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মৃধাকে কুপিয়েছে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় সাথে থাকা তার ভাগ্নে চঞ্চল মণ্ডলকেও কুপিয়ে জখম করা হয়।

রবিবার বিকাল ৫টার দিকে জেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনের সড়কে দুর্বৃত্তরা তাদের উপরে হামলা করে। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

নৌকা প্রতীকের প্রার্থী কাজী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার সমর্থনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে আসছিলেন। এ কারণে দুর্বৃত্তরা তার উপরে হামলা চালায়।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম জানান, জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, ১৮ জুন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী।

(ঢাকাটাইমস/১৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা