কুষ্টিয়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৯, ১৪:২৯

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলদিয়াড় মডেল হাইস্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

শুক্রবার সকাল ১০টায় স্কুল মাঠে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- তইমুর হোসেন, ইমন আলী, সরোয়ার জাহান, মশিউর রহমান।

বক্তারা বলেন, সম্প্রতি সরকার থেকে বিদ্যালয়ে একটি চারতলা বিশিষ্ট ভবনের বরাদ্দ দেওয়া হয়েছে। নিজের সুবিধার্থে প্রধান শিক্ষক একরামুল হক প্রভাব খাটিয়ে স্কুলের মাঠেই ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এতে এলাকার একমাত্র খেলার মাঠটি ধ্বংস হচ্ছে। অথচ স্কুলের পরিত্যক্ত টিনের ঘর সরিয়ে সেখানে ভবন করলে খেলার মাঠটি রক্ষা হয়।

বক্তারা আরও বলেন, ‘আমরা বিদ্যালয়ের ভবন চাই। তবে জায়গা থাকতেও কেন মাঠ ধ্বংস করতে হবে, এটি আমরা মানব না।’ বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

মানববন্ধন শেষে একই দাবিতে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। এ সময় মাঠ রক্ষায় ও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন।

ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মেঘনার ভাঙনের মুখে নোয়াখালীর সুবর্ণচরের ৩ গ্রাম

শরীয়তপুরে প্রার্থীর আর্থিক সুবিধা না নেওয়ায় পোলিং অফিসারকে মারধরের অভিযোগ

যশোরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত 

দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি বাবুল, সম্পাদক কাউছার

উপজেলা নির্বাচন: সখীপুরে শওকত সিকদারকে আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশ

শেরপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দর্জির মৃত্যু

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আটক

সালথায় ভোটের আগমুহূর্তে নির্বাচন ছাড়লেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

এই বিভাগের সব খবর

শিরোনাম :