ট্রেন দুর্ঘটনায় কারও গাফিলতি পেলে ব্যবস্থা: রেলমন্ত্রী

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ১১:২৯| আপডেট : ২৬ জুন ২০১৯, ১১:৩১
অ- অ+

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল দুর্ঘটনায় কারও গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার সকালে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।

গত রবিবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় সিলেট থেকে ঢাকায় আসার পথে লাইনচ্যুত হয় আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি। লাইনচ্যুত হওয়া এসব বগির মধ্যে দুটি কালভার্ট ভেঙে খালে পড়ে যায়। এতে চারজন নিহত এবং শতাধিক ট্রেনযাত্রী আহত হন।

কালভার্টের সমস্যায় দুর্ঘটনাটি ঘটেছে বলে শুরুতে ধারণা করা হলেও পরে রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেল সেতুর কোনো সমস্যা ছিল না। বগির চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। পরে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়।

সিলেটে আহতদের দেখতে গিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, কুলাউড়ার রেল দুর্ঘটনার কারণ তদন্তে দুটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনে কারও বিরেুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা ও আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

ঢাকাটাইমস/২৬জুন/এমএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা