মিমির ‘সমান্তরাল’-এ সজল

টেলিভিশন নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। যিনি অভিনয় ছেড়েছেন বহু আগে। তবে চর্চাটা তার ঠিকই চলে। এখন তিনি অভিনয় শেখান। অভিনয়ের একটি স্কুল পরিচালনা করেন মিমি। ফাঁকে ফাঁকে করেন নাটক পরিচালনা। অভিনয়ের মতো এখানেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন।
সেই ধারাবাহিকতায় ‘সমান্তরাল’ নামে নতুন একটি নাটক পরিচালনায় নেমেছেন মিমি। অভিনেত্রী কাম নির্মাতার এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা আব্দুর নূর সজল। দীর্ঘ ১০ বছর পর মিমির পরিচালনায় কাজ করছেন তিনি।
এ প্রসঙ্গে সজল বলেন, ‘মিমি আপার ‘সমান্তরাল’ নাটকে কাজ করেছি। অবাক হচ্ছি, ১০ বছর তার সঙ্গে কোনো কাজ করা হয়নি। দেখা হয়েছে, কথা হয়েছে। শুধু কাজই কেবল হয়নি। ভাবা যায়! তবে দশ বছর পর আবার তার সঙ্গে কাজ করলাম। দারুণ একটি কাজ হচ্ছে। দারুণ সময় কাটছে মিমি আপার সঙ্গেও।’
‘সমান্তরাল’-এ সজলের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সৈয়দ হাসান ইমামকে। সম্প্রতি পুরান ঢাকার নারিন্দায় একটি পুরনো বাড়িতে শুরু হয়েছে নাটকের শুটিং। চলবে আরও কয়েকদিন। তবে এডিটিং ও অন্যান্য কাজ শেষে নাটকটি প্রচারের জন্য কোনো চ্যানেল চূড়ান্ত করা হয়নি বলে জানান নির্মাতা মিমি।
ঢাকাটাইমস/০১ জুলাই/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

গায়ক পৃথ্বী রাজ আর নেই

ফের মা হতে চান কারিনা?

আসছে সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’

বছরজুড়ে তারা ছিলেন অন্তরালে

ছবিতে সৃজিত-মিথিলার মধুচন্দ্রিমা

অঞ্জনের ‘কানামাছি’তেও ইমন-মম

এক ছবিতে দুই রণবীর

পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছে সারাকে

আমজাদ হোসেনের চিরবিদায়ের এক বছর
