ডলার ভাঙানোর নামে জাল টাকার কারবার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০১৯, ২০:৫৭
অ- অ+

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ডলার ভাঙানোর নামে জাল মূদ্রা কারবারি চক্রের চারজন সদস্যদের আটক করেছে র‌্যাব-৩।

বুধবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল জলিল, সেলিম রেজা, আবুল কালাম আজাদ এবং মফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার টাকার জালনোট ১০টি, এক হাজার নোট দুইটি ও ৫০০ টাকার নোট একটি সাড়ে ১২ হাজার উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল হাসনা নামের এক গত ২ জুলাই বিকাল সোয়া পাঁচটার ৬২ নম্বর দিলকুশা বা/এ সোনালী ব্যাংক ওয়েজ আর্নার্স কর্পোরেট শাখায় তার ডলার ভাঙাতে যান। ব্যাংকের ভেতর আবুল হাসনাত ব্যাংকে ঢোকার সময় গ্রেপ্তারকৃত আব্দুল জলিল তাকে জিজ্ঞাসা করেন কোন কাজ আছে কি না। তিনি তাদের বলেন যে, তার কাছে ডলার আছে এবং ডলার ভাঙানোর জন্য ব্যাংকে এসেছেন। তখন তারা তাকে বলে আমরা ডলার ভাঙাই ব্যাংকের থেকে আমরা বেশি দাম দেব। এরপর তাদের কথায় আশ্বস্ত হয়ে তার সাথে থাকা ১০০ ডলার আব্দুল জলিলের কাছে দিলে ১০০ ডলার সমমান বাংলাদেশি সাড়ে আট হাজার তাকে দেয়। তিনি ওই টাকা নিয়ে গুণে নেয়ার সময় সন্দেহ হলে তাদেরেকে বলেন, টাকাগুলো জাল বলে মনে হচ্ছে। এ কথা শোনার পর ওই ব্যক্তিরা তাকে মারতে যায় এবং তর্কে বিতর্কে লিপ্ত হয়। তখন তর্ক বিতর্ক দেখে র‌্যাবের একটি টহল দল তাদের কাছে উপস্থিত হয়ে কি সমস্যা জানতে চাইলে আবুল হাসনাত ঘটনাটি র‌্যাব সদস্যদের নিকট খুলে বলে। এরই পরই র‌্যাব-৩ এর একটি দল তাদের আটক করে।

ঢাকাটাইমস/০৩জুলাই/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
শুল্কহার নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সময় চেয়েছে বাংলাদেশ
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা