‘মিলাদের খিচুরি খেয়ে’ শিশুর মৃত্যু, অসুস্থ ৩০ জন

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ২২:২৬

পাবনার বলরামপুর গ্রামের ‘মিলাদের খিচুরি খেয়ে’ এক স্কুলছাত্রীর মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো ২৫ জন অসুস্থ হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

রবিবার দুপুরে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ওই গ্রামে এই ঘটনা ঘটে।

চিকিৎসক ও স্থানীয়রা জানান, শুক্রবার ওই গ্রামের শহিদ উদ্দিন মিলাদ মাহফিলের আয়োজন করে লোকজনকে খিচুরি খাওয়ান। খিচুরি খাওয়ার পর একে একে অসুস্থ হতে থাকেন গ্রামবাসী। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও রবিবার সকাল থেকে ওই গ্রামে প্রায় ৩০ জন অসুস্থ হয়ে যায়। পরে অসুস্থদের মধ্যে অন্তত ২৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পথে সুমাইয়া খাতুন নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী মারা যায়।

অসুস্থ অধিকাংশই ডায়রিয়া ও পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত বলে দাবি করেছেন চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে- ওই মিলাদের খিচুরি খেয়েই এই ধরনের রোগে আক্রান্ত হয়েছে তারা।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :