ফরিদপুরে ১২০০ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ২২:৪৮
অ- অ+

ফরিদপুরে ১২০০ ইয়াবাসহ বদিউল আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সকাল ৮টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম হতে মেহেরপুরগামী শ্যামলী এনআর ট্রাভেল্সে অভিযান চালিয়ে ওই বাসের যাত্রী বদিউলকে গ্রেপ্তার করা হয়।

বদিউল আলম চট্টগ্রামের পটিয়া উপজেলার অলির হাট আজিমপুর শেড়পারা গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদে আমরা জানতে পারি- চট্টগ্রাম হতে মেহেরপুরগামী শ্যামলী এনআর ট্রাভেল্সে বিপুল সংখ্যক মাদক পরিবহন করা হচ্ছে।

এই তথ্যে শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে অবস্থান নিই। পরে ওই বাসের গতিরোধ করে তল্লাশি চালালে বদিউল আলমের কাছ থেকে ১২০০ ইয়াবা উদ্ধার করি।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।’ ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ‘মাদক মামলায় গ্রেপ্তার বদিউল আলমকে আজ জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা