উত্তরাঞ্চল জাপার এক দাবি

‘পল্লী নিবাসেই শুয়ে থাকবেন এরশাদ’

ব্যুরো প্রধান, রংপুর
  প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ১৮:০৩
অ- অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রংপুরের ‘পল্লী নিবাসে’ই দাফন করা হবে বলে জানান দলের রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। একই সাথে তার মরদেহ রংপুর থেকে ঢাকায় দাফন করতে নিয়ে যাওয়ার যেকোনও প্রচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর ও রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রতিটি জনপদ।

এদিকে, এরশাদের জানাজা এবং দাফন কার্য নিয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রতিটি জেলা ও উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

সংবাদ সম্মেলনে মোস্তফা বলেন, ‘এরশাদ অনেক আগেই রংপুরে তার বাসা পল্লী নিবাসে তাকে দাফন করার কথা বলে গেছেন। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি এরশাদকে বাংলাদেশের জনগণের মন থেকে দূরে সরিয়ে দেয়ার চক্রান্ত চলছে। সব স্তরের মানুষ যাতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সেজন্যই আমরা রংপুরে তাকে দাফন করতে চাই। পল্লীবন্ধু এইচএম এরশাদের লাশ যদি রংপুর থেকে নিয়ে যাওয়ার কোনও চেষ্টা করা হয়, রংপুরের লাখো নেতাকর্মী বুকের রক্ত দিয়ে তা প্রতিহত করবে। কিন্তু লাশ রংপুর থেকে কোথাও যাবে না। এটা আমাদের স্পষ্ট হুঁশিয়ারি।’

মোস্তফা বলেন, ‘এরশাদের মরদেহ রংপুরে আনার পর কালেক্টরেট মাঠে জানাজা হবে। পরে তার মরদেহ পল্লী নিবাসে দাফন করা হবে। এরশাদের দাফন রংপুর ছাড়া ঢাকায় করার যেকোনও প্রচেষ্টা জাতীয় পার্টির নেতাকর্মীরা রক্ত দিয়ে হলেও প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘এরশাদ মারা যাওয়ার পরপরই দলের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে এরশাদের ঘোষিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দল পরিচালিত হবে। সেজন্য জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।’

মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মহানগর সম্পাদক এসএম ইয়াসির, পঞ্চগড় জেলা জাপা সভাপতি সালেক, রাজশাহী বিভাগের পক্ষে বগুড়া জেলা জাপা সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, গাইবান্ধা জেলা সভাপতি আব্দুর রশীদ সরকার, ঠাকুরগাঁও জেলা জাপার সদস্য সচিব আলী রাজু স্বপন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাপা নেতা জুলফিকার আলী, দিনাজপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী, সাবেক নারী সাংসদ শাহানারা বেগম, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাপা নেতা মাহবুবার রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা