জাপানে অ্যানিমেশন স্টুডিওতে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ১৩:২৯| আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:১৪
অ- অ+

জাপানের পশ্চিমাঞ্চলের একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩৮ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর এএফপির।

পুলিশ জানিয়েছে, সেখানে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কিয়োটো নগরীর ওই স্টুডিওতে বৃহস্পতিবার আগুনের সূত্রপাতের প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়। কিয়োটো নগরী দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘এ আগুনের ঘটনায় অনেকে দগ্ধ হয়েছে’।

কিয়োটো আঞ্চলিক পুলিশ মুখপাত্র এএফপিকে বলেন, ‘এক ব্যক্তি স্টুডিওটি লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করলে সেখানে এ আগুনের সূত্রপাত হয় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।’

ঢাকা টাইমস/১৮জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা