বিদ্যুতের দাবিতে জুরাছড়িতে গ্রাহকদের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ২৩:০০
অ- অ+

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভ্রান্তি প্রতিকারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার গ্রাহকরা। উপজেলায় টানা ১২ দিন যাবত বিদ্যুৎ নেই।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন গ্রাহকরা।

সমাবেশে বক্তারা বলেন, মাসে ১৫-২০ দিন গড়ে বিদ্যুৎ পাওয়া যায় না। আকাশে মেঘ কিংবা হালকা বাতাস এলেই বিলাইছড়ি থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। আবার অনেক সময় লাইনের সমস্যা দেখিয়ে সময়ে-অসময়ে সংযোগ বিচ্ছিন্ন কিংবা লো-ভোলটেজ করে দেয়া হচ্ছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে সমাবেশে বক্তব্যে বলেন, আগামি শনিবারের মধ্যে বিভ্রান্তিমুক্ত বিদ্যুৎ সংযোগ চালু করা না হলে বিদ্যুৎ বিল বর্জন এবং জেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন, ১২ দিন ধরে উপজেলায় বিদ্যৎ নেই। জেলা প্রশাসককে এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথেও কথা হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুধুই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সংযোগ দেয়ার কোন খবর নেই। সকালে গ্রাহক ও সুশীল সমাজ প্রতিনিধিরা মিছিল ও সমাবেশ করেছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা