ঢাবিতে নিজ পিস্তলে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ০৮:২০| আপডেট : ২১ জুলাই ২০১৯, ১০:২১
অ- অ+
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা নিজ পিস্তলে গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মেশকাত হোসেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সূর্যসেন হলের সামনে অসাবধানতায় নিজ পিস্তলের ট্রিগারে হঠাৎ চাপ লেগে পায়ে গুলিবিদ্ধ হন মেশকাত। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা গয়। তার বাঁ পায়ের উরুতে গুলি লেগেছে।

মেশকাত গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে হল গেটের সামনে আমি একা বসে মোবাইল টিপছিলাম। হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। তারপর নিচে তাকাতেই দেখি আমার পা দিয়ে রক্ত ঝরছে। এরপর আমি আর কিছু বলতে পারি না।’

আহত মেশকাত বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তিনি দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূইয়া ছাত্রলীগ নেতার গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে জানান, রাতেই হলের এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা