‘স্বপ্নের সোনার বাংলা গড়তে জ্ঞানের যুদ্ধ করতে হবে’

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ১৬:১৯
অ- অ+

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ও নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান বলেছেন, ‘শিক্ষিত হলে দেশের উন্নয়ন ঘটে। পরিকল্পনা নিয়ে লেখাপড়া করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদের জ্ঞানের যুদ্ধ করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে জ্ঞানের তীব্র লড়াইয়ে তোমাদের জয়ী হতে হবে। জ্ঞানের যুদ্ধে জয়ী হয়ে তোমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি তোমাদের প্রতি বিশ্বাস রাখি।’

রবিবার বেলা ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওই কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, রুপপাত ব্রামন চন্দ্র উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিরুল মিয়া, উপাধ্যক্ষ মিজানুর রহমান, খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মহিউদ্দীন, ওইকলেজ গভর্নিং বডির সদস্য মোশারফ হোসেন, আব্দুল মান্নান শেখ প্রমুখ।

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা