বিজেপিতে আরও একঝাঁক টলি তারকা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ০৯:১৭| আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৯:২৪
অ- অ+

ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন আরও একঝাঁক টলিউড অভিনেতা-অভিনেত্রী। ২১ জুলাই মমতা মুখার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালনের দিনেই এমন ঘটনা ঘটে। এদিন মোদির বিজেপিতে যারা যোগ দেন তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী রিমঝিম মিত্র ও অভিনেতা সুরজিত চৌধুরী।

একই দিন গেরুয়া শিবিরে যোগ দেন তৃণমূল মহিলা কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘আগে টলিউডে ভয় দেখানোর রাজনীতি চলেছে। এখন মানুষ সাহস পাচ্ছেন। তাই বহু তারকা বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরও তারকারা বিজেপিতে যোগ দেবেন।’

এর আগে গত বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন ১২ জন টলিউড তারকা। তারা হলেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, ঋষি কৌশিক, রূপাঞ্জনা, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), রূপা ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র ও কৌশিক।

ঢাকাটাইমস/২২ জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা