ফরিদপুরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৮:৩৫
অ- অ+

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকালিকপুর এলাকায় বন্যার্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল ১০টার দিকে পদ্মা নদীবেষ্টিত চরঞ্চালে গিয়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখসানা রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুর সদর, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েক দিন পানি বাড়লেও গতকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ছয় সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন বন্যা দুর্গত মানুষের পাশে থাকতে তৎপর রয়েছে।

জেলা ত্রাণ কর্মকর্তা জানান, ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। খাবারের মধ্যে ১০ কেজি চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, নুলডস ও খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্গত এলাকার শিশুদের মাঝে বিভিন্ন ধরনের খেলনা দেয়া হয়।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা