অ্যাশেজের শেষ দুই ম্যাচে চোখ উডের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ১২:৫৭
অ- অ+

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ শুরুর আগেই ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার আশা করছেন অজি পেসার মার্ক উড। সুস্থ হয়ে সিরিজে ভূমিকা রাখার বিষয়ে আশাবাদীও তিনি।

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েন উড। ওই ম্যাচে কিউইদের হারিয়ে বিশ্বকাপের শিরোপা জয় করে ইংল্যান্ড। এ ইনজুরির কারণে ২৯ বছর বয়সী উডকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। যে কারণে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং আগামী ১ আগস্ট শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি।

তবে ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজের শেষ দুটি টেস্টে পূর্ণ ফিটনেস নিয়েই মাঠে ফেরার আশা করছেন ডারহাম তারকা উড। তিনি বলেছেন, ‘আমি হয়তো শেষ দুটি টেস্টে খেলতে পারব। তবে সেটি নির্ভর করছে নির্বাচকদের উপর। আশা করছি এর আগেই আমি সম্পূর্ণভাবে ইনজুরি থেকে মুক্তি পাব। এরপর পূর্ণ গতি নিয়েই ডারহামের হয়ে মাঠে নামতে পারব।’

উড বলেন, ‘আমার এই চোট থেকে সুস্থ হয়ে উঠতে চার থেকে ছয় সপ্তাস সময় লাগবে। সুতরাং মৌসুমের শেষ ভাগে খেলায় অংশগ্রহণের সুযোগ আমার রয়েছে।’

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্ক উড। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ইনজুরির কারণে স্বাভাবিক গতি নিয়ে বল করতে ব্যর্থ হন তিনি। তার মতে লর্ডসে শিরোপা জয়ের পর এখনো ওই ইনজুরি তাকে ভোগাচ্ছে। উড বলেন, ‘সত্যিকার অর্থে এটি বিশ্বাস করানো কঠিন। আপনি হয়তো এখন দেখছেন বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে এটি চাপা পড়েছে। কিন্তু সেটি এখনো আমাকে ভোগাচ্ছে। বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে আমি হয়তো ইনজুরির মাত্রাটা সঠিকভাবে অনুভব করতে পারিনি। তবে সেটি এখনো আমাকে ভোগাচ্ছে।’

(ঢাকাটাইমস/২৩ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা