কুমিল্লায় সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, ১৩:২৮

কুমিল্লায় পাঁচ লাখ টাকা মূল্যের সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক করা হয়েছে। রবিবার জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় ওই কাভার্ডভ্যানটি আটক করা হয়।

কুমিল্লা বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনে কুমিল্লা বন বিভাগ অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্টো-ড ১৪-৪৩৫০) সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালাতে চেষ্টার করে। পরে কাভার্ডভ্যানটি আটক করতে আরেকটি গাড়ি নিয়ে পিছু ধাওয়া করা হয়। চালক ও হেলপার সদর দক্ষিণের ধনাইতরী এলাকায় গাড়িটি থামিয়ে দৌড়ে পালিয়ে যান।

কুমিল্লা বন বিভাগের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিমের নির্দেশে অভিযান পরিচালনা করা ফরেস্ট রেঞ্জার কর্মকর্তা মো. তোষাররফ হোসেন জানান, আটককৃত কাভার্ডভ্যান তল্লাশি করে ভেতরে প্রায় ২৫০ ঘনফুট সেগুন গোল কাঠ পাওয়া যায়। গাড়িতে কাঠের বৈধতার স্বপক্ষের কাগজপত্র বা বন বিভাগের কোনো হাতুড়ি চিহ্ন পাওয়া যায়নি। অবৈধভাবে পাচার হওয়া জব্দকৃত কাঠে বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

তিনি আরও জানান, আটকের পর স্থানী ব্যবস্থাপনায় অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান শাকতলাস্থ কুমিল্লা বন বিভাগে আনা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন, বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, বন প্রহরী এম এ মান্নান ও আবুল কালাম আজাদ।

(ঢাকাটাইমস/২৮জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :