ঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা

রানা আহমেদ, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৯, ০৮:৫২
অ- অ+

সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা মোড় এলাকায় মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। এসব স্থাপনার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী।

এ বিষয়ে কথা হয় ছাতিয়ানতলী টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র ইসমাইল, মামুন, নাছিম, জান্নাতুল, দ্বিতীয় বর্ষের ছাত্রী আসমা খাতুন, নবম শ্রেণির শিক্ষার্থী বিজলি, রুপা ও মিতুর সঙ্গে। তারা জানায়, মুলিবাড়ী-সিরাজগঞ্জ মহাসড়কের বাঐতারা মোড় এলাকায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক। সেখান থেকে বাইপাস রোড হয়ে তাদের স্কুল-কলেজে যেতে হয়। বাড়ি থেকে সাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। কিন্তু মহাসড়ক থেকে স্কুল-কলেজে যাওয়ার বাইপাস রাস্তা ঘিরে যেভাবে দোকানপাট গড়ে উঠেছে তাতে যেকোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা।

শিক্ষার্থীরা আরও জানায়, বাইপাস সড়ক থেকে মহাসড়ক বেশ উঁচু। আর সবসময়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে এ মহাসড়ক দিয়ে। এ অবস্থায় বাইপাস সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় অবৈধ স্থাপনার আড়ালে দক্ষিণাংশের যানবাহন চোখে পড়ে না। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

স্থানীয়রা জানায়, শুধু স্কুল-কলেজ নয়, ওই বাইপাস দিয়ে শত শত মানুষ প্রতিনিয়ত ছাতিয়ানতলী পুরাতন বাজারে যাতায়াত করে। অবৈধ স্থাপনার কারণে তাদেরও জীবনের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।

ছাতিয়ানতলী এসএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকার ঢাকাটাইমসকে বলেন, আমার বিদ্যালয়ের প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থী রয়েছে। তারা প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। মহাসড়ক আড়াল করে বেশ কয়েকটি স্থাপনা হওয়ায় সবসময়ই শিক্ষার্থীদের নিয়ে চিন্তায় থাকতে হয়। এ বিষয়ে মৌখিকভাবে স্থাপনা সরানোর জন্য অনুরোধ করা হলেও তারা তা করেনি।

এদিকে সরকারি জায়গায় ঘর স্থাপনের বিষয়টি স্বীকার করে অবৈধ দখলকারী শহিদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, আমি দুটো টিনের ঘর তুলেছি। মাঝখানে একটি গ্যারেজ করা হয়েছে। এসব ঘর পানি উন্নয়ন বোর্ডের জায়গায় করা হয়েছে। এতে যাতায়াতের পথে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক ঢাকাটাইমসকে বলেন, মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও জায়গা পানি উন্নয়ন বোর্ডের। ভুক্তভোগী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যৌথভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাবে সড়ক বিভাগ।

ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা