চেনা ছন্দে গেইল, তবে শেষ ম্যাচ কি খেলে ফেললেন!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৯, ১০:৩৩
অ- অ+

ত্রিনিদাদে গেইল ঝড়। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে চেনা মেজাজেই পাওয়া গেল ইউনিভার্স বসকে। ওয়ান ডে ক্যারিয়ারের ৩০১ তম ম্যাচে ৩০১ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন গেইল। ৪১ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলে খলিল আহমেদের বলে বিরাটের হাতে ধরা পড়লেন ক্রিস। ৮টি চার আর ৫টি ছক্কায় সাজানো গেইলের ইনিংস। কিন্তু মাঠ ছাড়ার আগে ভারতীয় দলের ক্রিকেটাররা গেইলকে অভিনন্দন জানাতে ছুটে গেলেন।

ব্যাটের হ্যান্ডেলে হেলমেট ঝুলিয়ে প্যাভিলিয়নের দিকে ফেরেন গেইল। তাঁর সতীর্থরাও তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। গেইলকে সকলের অভিনন্দনের ভঙ্গি দেখেই সোশ্যাল মিডিয়াতেও জল্পনা শুরু হয়ে যায় তবে কি শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রিস গেইল! বিশ্বকাপের সময়ই গেইল জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেবেন তিনি। কিন্তু ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দলে রাখা হয়নি তাঁকে। তাই হয়তো ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলেই অবসর ঘোষণা করতে পারেন বলে ভেবেছিলেন ভক্তরা। এমনকী সোশ্যাল সাইটে অনেকেই গেইলকে ইতিমধ্যেই অবসর নিয়ে টুইট করে দিয়েছেন।

যদিও গেইল নিজে এখনও কিছু ঘোষণা করেননি। হয়তো নিজের ছন্দেই বিদায় বার্তা দিয়ে গেলেন ইউনিভার্স বস।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিগত ৩ নির্বাচনকে ‘ভালো’ সার্টিফিকেট দেয়া পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা