পুড়ে যাচ্ছে রূপনগরের ঝিলপাড় বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ২০:০১| আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৩৩
অ- অ+

রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার কিছু পরে রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড় এলাকায় ঝিলপাড় বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ২২ মিনিটে তাদের আগুনের কথা জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা ডিউটি অফিসার এরশাদ হোসেন রাত আটটার দিকে ঢাকাটাইমসকে জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে জুন মাসে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা