কুষ্টিয়ায় বাল্যবিয়ের দায়ে বর-কাজির কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ২২:২৬

কুষ্টিয়ার দৌলতপুরে বাল্যবিয়ের দায়ে বর ও কাজিকে ছয মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মশাউড়া গ্রামের বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাজি আরজান আলী ও বর নয়ন আলীকে আটক করে। পরে কাজি ও বরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডিত কাজি আরজান আলী মশাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং বর নয়ন আলী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের হান্নান আলীর ছেলে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :